September 18, 2024, 2:51 pm

চাল আমদানির দরপত্র জারি করল বাংলাদেশ

যমুনা নিউজ বিডিঃ চাল আমদানি করতে আন্তর্জাতিক দরপত্র জারি (ইস্যু) করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় শস্য ক্রেতা প্রতিষ্ঠান। এ দফায় প্রায় ৫০ হাজার টন খাদ্যশস্যটি কেনা হবে। সোমবার (২২ আগস্ট) ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চালের মূল্য প্রস্তাব জমা দেয়ার শেষ তারিখ (ডেডলাইন) ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

দরপত্রে সিআইএফ লাইনার আউট শর্তাবলীতে নন-বাসমতি সিদ্ধ চালের জন্য মূল্য প্রস্তাব চাওয়া হয়েছে। সে অনুযায়ী, জাহাজ খালাস খরচ আমদানিকার প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। এছাড়া চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে চালান পৌঁছে দিতে হবে।

বিশ্বের যেকোনো দেশ থেকে এ চাল আনা যাবে। চুক্তি হওয়ার ৪০ দিন পরে চালান আনতে হবে আমদানিকারক প্রতিষ্ঠানকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD