March 28, 2023, 2:57 pm
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ প্রতিটি দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবগ্রাম হাট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়নের সভাপতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সাবগ্রাম ইউনিয়ন-বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর কবীর সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, শ্রমিক দল নেতা আমিনুল ইসলাম, যুবদল নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ, মহিলা দলনেত্রী হাজরা বেগম ছাত্রদল নেতা আল আমিন, নিশান। সমাবেশে ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সবগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতৃবৃন্দ মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, জ্বালানি তেল সহ সকল দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে দেশের মানুষ দিশেহারা হয়েছে পড়েছে। কিন্তু এই সরকারের জবাবদিহিতা নেই। জনগণ এসব থেকে মুক্তি চায়। বিএনপি জনগণের দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে মাঠে আছে এবং আগামীতেও থাকবে। খবর বিজ্ঞপ্তি