March 29, 2024, 9:05 am

উত্তাল সমুদ্রে ট্রলারডুবি : ফিরে এসেছে ১৭ জেলে, এখনো নিখোঁজ অনেকে

যমুনা নিউজ বিডিঃ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার মধ্যে একটি ট্রলারসহ ১৭ জেলের সন্ধান মিলেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে ফিরে এসেছে। তবে ফিরে আসা জেলেরা শারীরিকভাবে অসুস্থ। উত্তাল সাগরে ২১টির মতো ট্রলার ডুবে প্রায় ৪০০ জেলে নিখোঁজ হয়েছিল। বিভিন্নভাবে তাদের অনেকে ফিরে এলেও এখনো বেশির ভাগের সন্ধান পাওয়া যায়নি।

ফিরে আসা ট্রলারের নাম এফবি শাহ মোহছেন আউলিয়া-২ মালিক আলম মোল্লা। জেলে ও ট্রলার মালিকের বাড়ি বরগুনার পাথরঘাটায়। ১৭ জেলেসহ একটি ট্রলার ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিল ভারতীয় জলসীমায়। শুক্রবার ট্রলারটি নিখোঁজ হয়েছিল। ওই ট্রলারের মাঝি জামালের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক
সমিতির সাধারণ সম্পাদক মো.মাসুম বলেন, সাগরে ঝরের কবলে পরে অনেক ট্রলার ডুবে যায় এবং অনেক জেলেও নিখোঁজ হয়। এর মধ্যে পাথরঘাটার আলম মোল্লার মালিকানা এফবি শাহ মোহছেন আউলিয়া-২ ট্রলারটি ঝরের কবলে পরে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরের দিকে সাগরের মান্দারবাড়িয়া এলাকা হয়ে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করায় নেটওয়ার্কের বাইরে চলে যায়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে তারা আস্তে আস্তে দেশীয় জলসীমায় ঢুকে পড়ে। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরে আসে।

তবে ফিরে আসা জেলেরা শারীরিকভাবে অসুস্থ। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এখনো পাথরঘাটার কয়েকশ জেলে নিখোঁজ রয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন,
এখনো অনেক ট্রলার ও জেলে নিখোঁজ রয়েছে। ঠিক এমন অবস্থা হয়েছিল ২০০৫ সালে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD