March 19, 2024, 11:14 am

বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় আব্দুর রাজ্জাক হত্যা মামলায় নজিবর রহমান (৪০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত।

আজ রোববার দুপুরে আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। রায়ে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। নজিবর রহমান বগুড়ার শেরপুর উপজেলার উদগ্রামের মৃত মোসলেম আলী সরকারের ছেলে।

জানা গেছে, ২০০৮ সালের ১৩ মে গাঁজাখোর নজিবর রহমান গাঁজা কেনার জন্য আব্দুর রাজ্জাকের কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে নজিবর নিজের বাড়ির সামনে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধারলো ড্যাগার দিয়ে আব্দুর রাজ্জাকের পেটে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরের দিন সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD