May 1, 2024, 9:46 pm

সিরাজগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। খোলাবাজারে কেজিপ্রতি ২২০ টাকা ধরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। অস্বাভাবিক মূল্যবৃদির ফলে ক্রয়ক্ষমতা হারাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (১২ আগস্ট) সকালে বাজার ঘুরে দেখা যায়, ১৮০ টাকার কাঁচামরিচ ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা, রসুনে ১৫ টাকা, শসায় ২০ টাকা, বেগুনে ৫০ টাকা। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে।

রাজু আহমেদ নামের এক ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এভাবে বাড়তে থাকলে জীবনধারণ কষ্টকর হয়ে উঠবে।

কাওছার আহমেদ নামের আরেক ক্রেতা জানান, কাঁচা মালামালের যেভাবে দাম বাড়ছে তাতে মনে হচ্ছে আমাদের মতো মানুষের বাজার করে খাওয়ার সামর্থ্য থাকবে না। বাজার করতে এসে যা যা কিনতে চেয়েছিলাম তা কিনতে পারলাম না। অল্প বাজার করে বাসায় ফিরছি।

কাঁচামরিচের পাইকারি বিক্রেতা আনসার আলী জানান, কাঁচামরিচের দাম ওঠানামা করছে। শুধু মরিচ নয় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। পর্যাপ্ত উৎপাদন ও মালামাল আমদানি অভাবে দাম বাড়ছে।

আলিফ আড়তের মালিক গোলাপ হোসেন জানান, পরিবহন ভাড়া বেড়েছে। যে ট্রাক ১২-১৪ হাজার টাকায় নেওয়া যেতো সেটি এখন ১৮-২০ হাজার টাকা। এছাড়া মোকামেও সব ধরনের কাঁচামালের দাম বেশি। আমরা বেশি দামে কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে পরিবহন খরচ যুক্ত করে বিক্রি করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD