April 20, 2024, 1:12 am

শিবগঞ্জে ফের সওজের জায়গা দখলের অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো দখল করার অভিযোগ উঠেছে।

সম্প্রতি দেখা গেছে, সওজের জায়গায় বসতবাড়িসহ দোকান নির্মাণ কাজ শুরু হয়েছে।

এর আগে, গত ২৬ ও ২৭ জুলাই উপজেলার মহাস্থান, মোকামতলা, আমতলী নাগর বন্দরসহ কয়েকটি বন্দরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ।

এ বিষয়ে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সহিদ বলেন, ‘সওজের অবৈধ উচ্ছেদের পর বেশ কয়েকটি পয়েন্টে সরকারি জায়গার পাশাপাশি ব্যক্তি মালিকানা জায়গাও ভেঙে ফেলা হয়েছে কিনা তা মাপযোগ করে দেখা হচ্ছে।’

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রয়োজনে আবারো অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD