March 29, 2024, 1:41 pm

ভারতের হায়দরাবাদে করোনা চিকিৎসা।

হায়দরাবাদঃ দেশে মারণ মারণ ভাইরাস করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও উদ্বেগ এখনও কাটছে না। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশে বাঁধ সেধেছে বিপর্যস্ত স্বাস্থ্য পরিকাঠামো। হাসপাতালে শয্যার অভাব, মিলছে না পর্যাপ্ত অক্সিজেনও। এহেন সংকটজনক পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণই ভরসা সরকারের। তবে টিকা সরবরাহেও ঘাটতির অভিযোগ সর্বত্র। ঠিক এমন সময় করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও একটি চিকিৎসা পদ্ধতিতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। একচেটিয়া অ্যান্টিবডি ককটেল ভিত্তিক এই চিকিৎসায় রোগীদের কোভিড-সম্পর্কিত জটিলতাগুলি নিয়ন্ত্রণ করার কার্যকর উপায় হিসাবে দেখা হচ্ছে। হাসপাতালগুলিও এই চিকিৎসা গ্রহণ করতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD