July 27, 2024, 3:04 am

ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা নিহতের প্রতিবাদে বগুড়ায় কৃষক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার রাশেদ: ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যা, জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকদল। রবিবার (৭ আগষ্ট) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষকদল এ সমাবেশের আয়োজন করে। জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
তিনি বলেন ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশ বিনা উসকানিতে তাদেরকে গুলি করে হত্যা করেছে। এটি সরকারের কলঙ্ক। এ কলঙ্ক কোনো দিনই মুছা যাবে না। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে এ দেশের সব উন্নয়নের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ নিঃস্ব হয়ে পড়েছে, আর উন্নয়নের নামে তাদের নেতাকর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন দ্রুত সময়ের মধ্যে বর্ধিত জ্বালানি তেল ও সারের দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে না আনলে বিএনপির নেতৃত্বে আমরা কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করবো। যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালেক বাদল, জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর সওদাগর, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম হোসেন রাজু, শাহিন সুমন, আবু সাঈদ প্রমূখ। এছাড়াও সমাবেশে বিএনপিসহ জেলা কৃষকদলের দলের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD