April 26, 2024, 3:24 pm

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উ.কোরিয়া

কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনও সামরিক সংঘর্ষ ও পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া। কোরীয় যুদ্ধ বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। দেশটি সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ কথা বললেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

১৯৫০-৫৩ কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৬৯তম বার্ষিকীতে বুধবার (২৭ জুলাই) এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে কিম বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত আইন’ যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উস্কানি ও হুমকি হিসেবে উপস্থাপন করে। উ. কোরিয়া এই দিনটিকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিন ভাষণে কিম আরও বলেন, মার্কিন হুমকি মোকাবিলায় পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল। আমাদের সশস্ত্রবাহিনী এখন যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত।

পিয়ংইয়ং যেকোনও সময় পারমাণকি অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে দেশটি সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি, গত জুন পর্যন্ত ৮টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD