March 28, 2024, 3:50 pm

শিবগঞ্জে দীর্ঘদিন পর সওজের উচ্ছেদ অভিযান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে দখলদারীর হাত থেকে দীর্ঘদিন পর সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এক দিকে কান্না, এক দিকে হাসি। গত ২ দিন ধরে শিবগঞ্জ উপজেলাধীন আমতলি বন্দর ও আমতলি হতে শিবগঞ্জ হাট ব্রীজ পর্যন্ত সড়ক ও জনপথের এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে সড়ক ও জনপদের রাস্তা দু’পাশ্বে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বসতবাড়ী, দোকানপাট, হাট বাজার সহ প্রায় ৫০০টি স্থাপনা নির্র্মাণ করে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। জমি গুলো উদ্ধারের জন্য ইতিমধ্যে সড়ক ও জনপদের পক্ষ থেকে মাইকিং সহ ব্যবসা বাণিজ্যিক ও বসতবাড়ী সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে সড়ক ও জনপথের কর্মকর্তা তা জানিয়েছেন। অবৈধ স্থাপনার উদ্ধার এসময় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব মোঃ কামরুজ্জামান মিয়া জানান, সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আগেই মাইকিং করে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের অবগত করা হয়েছিলো। নিয়ম মেনে নিদিষ্ট ম্যাপ অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিকে কিছু বসতবাড়ী ভেঙ্গে ফেলায় দখলকৃত বাড়ী লোকজন কাঁদতে থাকে এবং বলতে থাকে আমরা এখন কোথায় আশ্রয় নিব। উপরদিকে ব্যবসায়িকদের দোকানপাট উচ্ছেদ করায় সাধারণ জনগন সড়ক ও জনপথকে বাহবা জানান। তবে এলাকার কিছু সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমতলী মোড়ে কিছু ব্যবসায়িক একটি খুটির জোরে কিছু লোককে চাঁদা দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। আজ তারা কোথায় গেল । উপরদিকে সচেতন মহল আরো বলেন, সরকার অনেকে থাকার জন্য গৃহনির্মান বাসস্থান তৈরি করে দিচ্ছে। উচ্ছেদকৃত বসতবাড়ীদেরকে যদি মাথা গোছানোর ঠাই করে দিতো তারা কিছুটা হলেও কষ্ট লাঘব হতো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD