July 27, 2024, 12:22 am

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের আরেক শহর

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের চুহুভ শহরে রুশ বাহিনী ১০ দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ হামলায় বিধ্বস্ত হয়েছে সেখানকার একটি স্কুল ও বহু বেসামরিক ভবন। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি জাদুঘরও।

সোমবারের এ হামলায় খারকিভ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহরটি বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রুশ বাহিনীর এস থ্রি হান্ড্রেড অ্যান্টি ক্রাফট মিসাইলে বিধ্বস্ত হয় একটি স্কুল ও বহু বেসামরিক ভবন। গুঁড়িয়ে দেওয়া হয় একটি জাদুঘর। আবর্জনার নিচে তিনজন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে অনুসন্ধানের কাজ।

এদিকে দোনেৎস্কে বিমান হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বাখমুত ক্রমাতোরস্ক, চাসিভ ইয়ার, স্লোভিয়ানস্ক শহরে চলছে টানা হামলা। আক্রান্ত আশপাশের গ্রামগুলোও। সামরিক স্থাপনার পাশাপাশি হামলা চলছে বেসামরিক বাড়িঘরেও।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিরামহীন হামলা চালিয়ে আসছে রাশিয়া। এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটলেও দুপক্ষ কুরুক্ষেত্র থেকে সরে আসেনি।
খবর রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD