March 28, 2024, 6:29 pm

ফাঁসি খেলা খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা সদরে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুকে সদর হাসপাতালে নেয়া হলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০ টার দিকে সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ১০ বছর বয়সী শিশু সাইদুল ইসলাম শামিউল সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের দিনমজুর খোরশেদ আলমের ছেলে। সে সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সাইদুল ইসলামের মা অসুস্থ। তিনি তাদের নতুন ঘরে ছিলেন। আর তাদের খাবার রাখা ছিল পুরাতন ঘরে। আজ সকালে স্কুলে যাওয়ার সময় পুরাতন ঘরে ভাত খেতে যায় সাইদুল। ভাত খেয়ে অন্য বাচ্চাদের সাথে ফাঁসি ফাঁসি খেলতে শুরু করে সে। পরে গলায় ফাঁস লাগলে গুরুতর আহত হয় সে। তখন তার বাবা বাড়ি ছিলেন না। কাজে ছিলেন। প্রতিবেশী তারেক পাটোয়ারি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ তাকে ভর্তি করেন। পরে মারা যায় সে।

তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD