July 27, 2024, 12:42 am

শেখ হাসিনা স্টেডিয়ামের পরামর্শক প্রতিষ্ঠান চলতি মাসেই চূড়ান্ত

যমুনা নিউজ বিডিঃ নৌকা আকৃতিতে পূর্বাচলে নির্মাণ হবে শেখ হাসিনা স্টেডিয়াম। দেশের ক্রিকেটপ্রেমীরা এই স্বপ্ন দেখে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু স্বপ্ন দির্ঘায়িত হচ্ছে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেখা যাচ্ছে বেশ তৎপর।

গত ১৭ জুলাই বিসিবির বোর্ড সভায় শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে বেশ আলোচনা হয়েছে। সভায় দুটি প্রতিষ্ঠানের দেওয়া প্রেজেন্টেশন পছন্দ হয়েছিল বিসিবির। এরপর দুই প্রতিষ্ঠানকে আর্থিক প্রস্তাবনা দিতে বলা হয় এ মাসের ২৮ তারিখের মধ্যে।

সব চূড়ান্ত হলে বিসিবি দ্রুত কাজে অগ্রসর হবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আপনারা জানেন যে একটা প্রকল্প মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। পরের ধাপ যেটা…তারা আর্থিক প্রস্তাবনা খুলে পুরো মূল্যায়ন প্রতিবেদন যখন দেবে তখন বোর্ড সিদ্ধান্ত নিবে এবং আমরা আশা করছি খুব শিগগিরই। তারা ইতোমধ্যে একটা তারিখ দিয়েছে ২৮ জুলাই, এরপর তারা যখন প্রতিবেদনটা দিবে বোর্ড বসে সিদ্ধান্ত নেবে।’

কবেনাগাদ কাজ শুরু হতে পারে এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ড অভ্যন্তরীণ আলাপ-আলোচনার মাধ্যমে এটা করবে। কারণ, বোর্ড পুরোপুরি সচেতন যে একটা প্রক্রিয়া হচ্ছে। একটা বোর্ড সভাও করা হয়েছে এই প্রকল্পের ওপর। সেখানে আলাপ হয়েছে, আপডেট দেওয়া হয়েছে। এখন একটা ধাপ শুধু বাকি আন্তর্জাতিক কনসালটেন্ট নিয়োগের। এ প্রক্রিয়া শেষ হবে ২৮ জুলাই।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD