April 26, 2024, 3:35 pm

বগুড়ায় পানি ভর্তি পুকুরের ভেতর সুরঙ্গের সৃষ্টি : মাছসহ পানি উধাও

বগুড়া (সদর) প্রতিনিধি : অলৌকিক ভাবে পানি ভর্তি পুকুরের ভেতর সুরঙ্গের সৃষ্টি হয়ে প্রায় ২০০/২৫০ কেজি মাছসহ পানি সুরঙ্গ দিয়ে মাটির গভীরে নেমে গেছে। ঘটনাটি ঘটেছে বগুড়া কাহালু উপজেলার পাইকড় ইউপির বাগইল পশ্চিমপাড়া গ্রামের মৃত্যু আবর উদ্দিনের পুত্র নুরুল ইসলামের পুকুরে।

গত মঙ্গলবার (১৯ জুলাই) হঠাৎ করেই পুকুরের পানি ১০/১৫ ফিট উঁচু হয়ে ঝরনার মত পড়তে থাকে। একসময় পানি স্থীর হয়। এমন অস্বাভাবিক ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। সেদিনের মত পুকুরের পানি শান্ত হলেও ২০ জুলাই বুধবার বিকেলে আকস্মিক ভাবে পুকুরের মাছসহ পানি নিচের দিকে দেবে যায়। পরে পানিশূন্য কাঁদা মাখা পুকুরে দেখা যায় একটি সুরঙ্গ। অলৌকিক সুরঙ্গটি দেখার জন্য শতশত উৎসুক জনতা ভির জমায় কাহালু উপজেলার পাইকড় ইউপির বাগইল পশ্চিম পাড়া নুরুল ইসলামের পুকুরপাড়ে। স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ২৫বছর আগে বোরিং করে পুকুর থেকে বালু উত্তোলন করা হয়েছিল। স্থানীয়দের ধারনা পুকুর থেকে বালু উঠানোর জন্যেই, পুকুরের মাঝখানে এমন সুরঙ্গের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD