April 26, 2024, 4:27 am

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যমুনা নিউজ বিডিঃ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম বেশ কয়েক মাস পর কমেছে। বাংলাদেশের স্থানীয় সময় শনিবার সকালে অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি দাম ছিল প্রতি ব্যারেল ৯৮ ডলার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। সে সময় প্রতি ব্যারেল অপ্রতিশোধিত তেল ১৩৯ ডলার ছড়িয়ে যায়। তেলের এই মূল্য বৃদ্ধি ছিল কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

অবশ্য তার আগেই গত বছর বিশ্বজুড়ে বিধিনিষেধ উঠে যাওয়ার পর হঠাৎ চাহিদা বেড়ে গেলে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ২০২১ সালের নভেম্বরে যখন দেশে তেলের দাম বেড়ে যায়, তখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ছিল প্রতি ব্যারেল ৮০ ডলারের মতো। এর পর রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাবে তেলের দাম লাগাতার বাড়তে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD