December 8, 2023, 12:19 pm
যমুনা নিউজ বিডিঃ গত বছর উইম্বলডনে সর্বশেষ প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন সুইস টেনিস সেনসেশন রজার ফেদেরার। সে সময় কোয়ার্টার ফাইনালে হুবার্ট হারকাজের কাছে সরাসরি সেটে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল। ৪০ বছর বয়সী ফেদেরার এরপর ১৮ মাসে তৃতীয়বারের মত হাঁটুর অস্ত্রোপচার করাতে বাধ্য হন। তারপর থেকেই রয়েছেন কোর্টের বাইরে। এ বছরও একই কারণে তার খেলা হয়নি উইম্বলডন। আর সে কারণেই ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার অবসরের বিষয়টি নিয়ে এখন জোড়েসোড়েই আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনাকে আরো জোড়দার করেছে ফেদেরারের সাম্প্রতিক মন্তব্য।
অনেকটা হতাশা থেকেই ডাচ পত্রিকায় সুইস সুপারস্টার বলেই ফেলেছেন, ‘তার আর টেনিসের প্রয়োজন নেই। যা হয়েছে তাতেই আমি সন্তুষ্ট। বিজয়কে আমি সবসময়ই ভালোবাসি। কিন্তু প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলতে না পারলে শেষ করে দেয়াই ভাল। আমি মনে করি এই ধরনের টেনিসের কোন প্রয়োজন নেই। যা হয়েছে সেটাই যথেষ্ট। টেনিস অবশ্যই আমার জীবনের অংশ, কিন্তু আমার পুরো পরিচয় নয়। আমি এখানে থাকতে চেয়েছি এবং অবশ্যই সফলতার সাথেই। এখন কিছুটা ব্যবসার দিকে ঝুঁকে গেছি, কিন্তু সেটা আমার খেলোয়াড়ী জীবনের বাইরের অংশ। আমি জানি পেশাদার ক্যারিয়ার কখনই আজীবন থাকে না। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, তবে আমি খুশী।’ এ বছর উইম্বলডনে খেলতে না পারার আক্ষেপও শোনা গেছে ফেদেরারের কন্ঠে, ‘এ বছর উইম্বলডনে খেলতে না পারাটা খুবই হতাশার ছিল। টেলিভিশনে ম্যাচগুলো দেখেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। ১৯৯৮ সাল থেকে এখানে আমি খেলতে এসেছি। এই পুরো যাত্রায় আমি যা অর্জন করেছি তা সত্যিই অসাধারণ। এই অভিজ্ঞতা আজীবন আমার সঙ্গে থাকবে।’