December 2, 2023, 8:25 am
যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) আমদানির অর্থ পরিশোধের পর রিজার্ভ কমে যায়।
প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলবার (১২ জুলাই) রিজার্ভ ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে আসে।
তথ্যমতে, করোনার মধ্যে ২০২০ সালের অক্টোবরে রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে। ২০২১ সালের অগাস্টে তা রেকর্ড ৪৮ দশমিক ৬ ডলারে পৌঁছায়। পরে ওই বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
এদিকে গত কয়েক মাস ধরে রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের ডলারের মজুত কমেছে। ডলারের দাম বাড়ার কারণে টাকার মানও কয়েক দফায় কমে যায়।
গত অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই তুলনায় রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
এদিকে মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আবদুর রউফ তালুকদার বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। দ্বিতীয় বড় দায়িত্ব হলো এক্সচেঞ্জ রেটকে নিয়ন্ত্রণে আনা এবং তৃতীয় হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো।