May 28, 2023, 11:22 pm

News Headline :
ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১.৩১ লাখ কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক ভালুকায় দূর্ধষ ডাকাত সম্রাটসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার ৪-১০ জুন শিশুদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে ডিসিরা নিজেরা রাজত্ব কায়েম করেছেন, আদেশ মানেন না : হাইকোর্ট সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির বগুড়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপিত প্রভাষক ড.শফিকুল ইসলাম গাবতলী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মান্দায় অতিরিক্ত মদপানে কলেজ ছাত্রের মৃত্যু বগুড়া শেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত বগুড়ায় কৃষক ফ্রন্টের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সোনাতলায় মারপিটে এক যুবক খুন

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিদ্যুতের সোলার প্যানেল বসানোর স্থান নিয়ে দু’পক্ষের বিরোধে মারপিটে আবু রায়হান(২০) নামে এক যুবক খুন হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার চরপুর্ব সুজাইতপুর গ্রামে বিদ্যুতের সোলার প্যানেল বসানোর স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ বাঁধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে মারপিটে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই আজিজ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন লাশ ময়না তদন্ত শেষে তার আত্ময়ি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD