December 2, 2023, 8:29 am
যমুনা নিউজ বিডিঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে নারা শহরে এক নির্বাচনী প্রচারসভায় ভাষণদানরত অবস্থায় পেছন দিক থেকে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করা হয়। তাৎণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিনজো আবে।
এদিকে, ঘটনাস্থল থেকে তেতসুয়া ইয়ামাগমি নামে জনৈক ব্যক্তিকে আটক করেছে জাপানের পুলিশ।