December 1, 2023, 11:06 pm
স্টাফ রিপোর্টার : শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২১-২২ এর ফাইনাল খেলায় শহীদ নজরুল স্মৃতি সংঘ ২০ রানে সুমন মেমোরিয়াল কাব পরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বুধবার সকালে টসে জিতে শহীদ নজরুল স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। দলের পক্ষে নুর নবী-৬২, মাহফুজ-২৯, রাব্বি-২০ করে। প্রতিপরে বোলার সৈকত-২টি, পারভেজ-২টি, সাব্বির-১টি ও রুমেল-১টি করে উইকেট লাভ করে। জবাবে ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে, সুমন মেমোরিয়াল কাব ৩০ ওভারে ১০ উইকেটে মাত্র ১২৫ রান করে। দলের পে রুমেল-৩৩, সিমান্ত-২৩, মুমিন-১৭ করে। প্রতিপরে বোলার- নূর নবী ৪টি, শামিম-২টি, সৌরভ-২টি, রাশেদ-১টি ও কায়ুম-১টি করে উইকেট লাভ করে।
খেলায় শহীদ নজরুল স্মৃতি সংঘের নুর নবী ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। লিগের সেরা ব্যাটস্ ম্যান- সিমান্ত এবং সেরা বোলার-শামিম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিঃ জেলা প্রসাশক (সার্বিক) মাসুম আলী বেগ, বিশেষ অতিথি অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোতাহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান মিলন।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ও লিগ কমিটির আহবায়ক আলহাজ শেখ, অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, নির্বাহী সদস্য মোঃ ইমদাদুল হক রতœ, জামিলুর রহমান জামিল, সহিদুল ইসলাম স্বপন, জাকিয়া সুলতানা আলেয়া, কাব কর্মকর্তা শেখ রানা ও ইমন, রাজিকুল ইসলাম আপেল, মোক্তাদুর ইসলাম মিম পোদ্দার।