December 8, 2023, 1:33 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৮টায় বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তোষা গ্রামের ট্রাক চালক সোহে রানা ও হেলপার সজিব মৃধাকে উপরোক্ত গাঁজাসহ গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বগুড়ার র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. নজরুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজার চালান যাচ্ছে। এমন সংবাদে শেরপুরের জুয়ানপুর গাড়ীদহ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে ওই ট্রাক থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।