March 19, 2024, 7:58 am

বগুড়ায় সান্তাহার রাঁধাকান্ত হাটে জমে উঠেছে কেনাবেচা

সান্তাহার প্রতিনিধিঃ ঈদুল আযহাকে ঘিরে বগুড়ার সান্তাহার রাঁধাকান্ত পশুর হাট জমে উঠেছে। এবছর ঐতিহ্যবাহী এই হাটে প্রাধান্য পাচ্ছে স্থানীয় খামারে পালিত গরু। শনিবার-মঙ্গলবার এ হাট বসে। সান্তাহার রাঁধাকান্ত হাটে মঙ্গলবার (৫ জুলাই) গিয়ে দেখা গেছে, ব্যাপক হারে কোরবানির পশু উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের জন্য রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এ হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। তাই এ হাটে বরাবরই স্বস্তি বোধ করেন ক্রেতা-বিক্রেতারা।

এ বছর রাঁধাকান্ত হাটে পশুর দাম নাগালের মধ্যে থাকায় বিক্রেতা ও ক্রেতা উভয়েই খুশি। হাট ঘুরে দেখা গেছে বিক্রেতাদের চাহিদা মোতাবেক অনেক ক্রেতা পশু কিনছেন।  ক্রেতারা বলছেন, এবারে পশুর দাম যেভাবে চাওয়া হচ্ছে তাতে পশু কিনতে দামের খুব একটা কমবেশি হচ্ছে না।

ক্রেতাদের মতে ঈদের বাকি আর মাত্র চার দিন। ঈদের আগে শনিবার (৯ জুলাই) আরো একটি হাট বসবে। তাই অনেকেই ঝামেলা এড়াতে আগেভাগে পশু কিনে রাখতে নারাজ।

তবে ক্রেতা ও বিক্রেতা উভয়েই বলছেন, আগামী সপ্তাহে হাটে গরুর আমদানি বাড়বে। আর তখন ক্রেতারা আরও পশু কিনবেন। হাটে এখন পর্যন্ত ভারতীয় গরু চোখে পড়েনি বলে জানান গরু ব্যবসায়ীরা। সান্তাহার রাঁধাকান্ত হাট ইজারাদার দিলদার আলম জুয়েল জানান, ক্রেতাদের চাহিদার মধ্যে খামারে বা বাড়িতে পোষা গরুই হাটে প্রাধান্য পাচ্ছে। পশু আমদানির ওপর দাম নির্ভর করলেও এ বছর সব ধরনের পশুর দাম তুলনামূলক কম। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD