October 13, 2024, 2:01 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

সিরাজগঞ্জে ৩ কেজি হেরোইনসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি হেরোইনসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।  তারা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার  সুলতানগঞ্জ গ্রামের শামসুল হুদা লুকমানের ছেলে রাশিদুল হক মনি (২২), একই এলাকার ব্রাম্মনগ্রাম গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)।

র‌্যাব -১২’র উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন,এসি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি প্রাইভেটকার, ৪ টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ২’শ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার জনমনে স্বস্থি ও র‌্যাব -১২ প্রশংসিত হয়েছে বলে বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD