December 1, 2023, 10:59 pm
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শাখা ও ৪ নং ঘোড়াঘাট সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মুরাদ, মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি এস. এম. মামুন, সহ-সভাপতি আখিনুর ইসলাম, মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কিউ এম আশিক, ৪ নং ঘোড়াঘাট সদর ইউনিয়ন শাখার সভাপতি আতিক মন্ডল, সহ-সভাপতি সৌমিক, সাধারণ স¤পাদক জাহিদ হাসান কাব্য, সাংগঠনিক সম্পাদক পাভেল ও আইসিটি বিষয়ক সম্পাদক বাদল মন্ডল আরো অনেকে।