March 19, 2024, 10:05 am

মাস্ক ব্যবহারে কঠোর হতে নির্দেশ প্রধানমন্ত্রীর

যমুনা নিউজ বিডিঃ দেশের করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। অবস্থা নাগালের বাইরে যাওয়ার আগেই সচেতন হতে হবে জনগণকে। তাইতো রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সভা শেষে বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটি নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে এখন মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা এসেছে। সবাই ভাবছে, বর্তমানের করোনাভাইরাসে কোনো ক্ষতি হবে না। কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা করোনা আক্রান্ত হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD