December 2, 2023, 8:50 am
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে চোলাইমদ ও গাঁজাসহ ৩ জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ চান মিয়া, এএসআই মোঃ আবুল কালাম আজাদ, এএসআই মোঃ মিন্টুর রহমান এএসআই মোঃ মামুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত-২ জুলাই সাড়ে ৬ টায় নন্দীগ্রাম থানাধীন ২নং নন্দীগ্রাম সদর ইউপির অর্ন্তগত হাটলাল পশ্চিমপাড়া গ্রামস্থ হাটলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ মাহামুদুন এর ইউক্যালিপটাস বাগানে মোঃ গোলাম রব্বানী (৫৫) এর উত্তর দুয়ারী টিনের চারচালা ঘরের বারান্দার পশ্চিম পার্শ্ব হইতে ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আসামী মোঃ গোলাম রব্বানী (৫৫) পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-গোছন, বর্তমান সাং-হাটলাল পশ্চিমপাড়া, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হইতে চোলাইমদ সেবন করায় আসামী মোঃ আল মামুন (৩৫) পিতা-মোঃ আঃ মান্নান প্রাং, সাং-পাঁচপাকিয়া, থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করেন।
অপরদিকে এসআই মোঃ শাহারুল আলম, এএসআই কাজী শাহীন মিয়া ও এএসআই মোঃ হাসান আলী সকলেই কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র, নন্দীগ্রাম, থানা, বগুড়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুলাই সকাল সাড়ে ৮ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ৩নং ভাটরা ইউপির অর্ন্তগত শেখের মারিয়া গ্রামস্থ মোঃ শাহ আলম (৪৭) পিতা-মৃত আব্বাস আলী এর বসত বাড়ীর আঙ্গীয়নায় হইতে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ আসামী মোঃ শাহ আলম (৪৭) পিতা-মৃত আব্বাস আলী, সাং-শেখের মারিয়া, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।