March 27, 2023, 5:28 pm
ময়না টিভি সংবাদাতাঃ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বেলা আড়াইটার দিকে বগুড়া শাজাহানপুরের নটাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে মোঃ আঃ হান্নান সরদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে নগদ ১০০০ টাকা, ১টি মোবাইল ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী উল্লেখিত গ্রামের নুরুল ইসলামের পুত্র।
ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী-র্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।