April 25, 2024, 10:58 pm

বগুড়া পৌরসভার ৪২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষনা

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৪২কেটি৪৮ লাখ ৮৫হাজার ৯শত ৬৬টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্য রাজস্ব খাতে ২৭কোটি ৭৫ লাখ ৫ হাজার ৯ শত ৬৬টাকা এবং উন্নয়ন খাতে ১৪ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা রয়েছে। করোনা পরিস্থিতির কারনে সিমিত আকারে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত পৌর পরিষদের সকল কাউন্সিলর উক্ত বাজেট অনুমোদন করেন।

নতুন বাজেটে কোন নতুন করারোপ করা হয়নি। আগামী অর্থ বছরে রাস্তা,ড্রেন,কালভার্ট, ড্যাম্পিং স্পট,পাবলিক টয়লেট,খান্দারের নীল সাগর দিঘীতে বিনোদনের ব্যবস্থাকরন,পৌর উ্চ্চ বিদ্যালয় সংস্কার, শিশু পার্ক নির্মান,শিক্ষার্থী ছাউনি নির্মান, কবরস্থান, শশ্মান ঘাট সংস্কার, জলবায়ু পরিবর্তন জনিত পরিস্তিতি মোকাবেলা অন্তর্ভুক্ত রয়েছে। উন্নয়ন খাতে সরকারী বরাদ্দের অপ্রতুলতা ও পৌরসভার নিজস্ব আয়ের স্বল্পতা তুলে ধরে মেয়র এ্যাড, একেএম মাহবুবর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিতে আগামী বছর পৌর এলাকার উন্নয়ন এর ধারাবাহিকতা ধরে রাখাই  বড় চ্যালেঞ্জ। কাউন্সিলররা যে ভাবে সার্বিক সহযোহিতা করছে তা অব্যহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD