December 3, 2023, 8:33 am
স্টাফ রিপোর্টার ঃ রোটারি ক্লাব অব বগুড়ার ২০২২-২৩ নতুন বর্ষের শুরুতে নতুন কমিটি কর্তৃক ঈদ উপলক্ষে ১ শত জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে রঙ্গিন কাপড় উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের জামিল শপিং সেন্টারে নিজস্ব কার্যালয়ে এ পোষাক বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া পৌর সভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এর আগে বর্ণাঢ্য র্যালী কার্যালয় থেকে বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের মামুদুর রহমান হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত প্রেসিডেন্ট ডাঃ মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাস্ট প্রেসিডেন্ট মামুদুর রহমান সীপন, সাহাবুদ্দিন সৈকত, রেজাউল হাসান রানু, সৈয়দ আহমেদ কিরণ, ডাঃ মতিউর রহমান, এম এ জিন্নাহ, তপন কুমার চক্রবত্তী, সুলতানা পারভীন শ্রাবনী, রোটারিয়ান হোসেন আরা মনি, নতুন কমিটির সেক্রেটারী সানাউল হক দুলাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারম্যান রোাটারিয়ান নুরুল বাসার চন্দন। আলোচনা সভার শুরুতে পবিত্র আল কোরআনা তেলওয়াত করেন, রোটারিয়ান আখতারুল ইসলাম। শেষে প্রধান অতিথি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার হিসেবে রঙ্গিন পোষাক বিতরণ করেন। এসময় রোটারি ক্লাব অব বগুড়া’র সকল রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।