December 1, 2023, 2:06 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে সান্তাহার কলসা কোচকুড়ি এলাকার মৃত গোরি মন্ডলের ছেলে। মঙ্গলবার বেলা ১০টায় কলসা কোচকুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে তার ছেলে শাওন মন্ডল জানায়। স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বেলা ৯টার দিকে নজরুল ইসলাম নামের ওই বৃদ্ধ তার বাসার পাশে পুকুরে গোসল করতে যান। বৃদ্ধ বাবার বাসায় ফিরতে দেরি হওয়ায় ছেলে পুকুর ঘাটে গিয়ে দেখতে পান পুকুর পাড়ে তার পিতার লুঙ্গি ও লাঠি পড়ে রয়েছে। এরপর পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায় তার পিতার ডুবন্ত মরদেহ তুলেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।