December 2, 2023, 7:58 am
যমুনা নিউজ বিডিঃ চলমান অর্থনৈতিক সমস্যা ও জ্বালানি সংকট মোকাবেলায় শ্রীলংকার শহরাঞ্চলে এখন থেকে সপ্তাহে তিন দিন স্কুল চলবে। শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহ থেকে নতুন এ নীতিমালা কার্যকর হবে। এর আওতায় সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার স্কুল চলবে। খবর কলম্বো গ্যাজেট।
শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শহরাঞ্চলের স্কুলপ্রধানরা তাদের সুবিধা মতো সপ্তাহে তিন দিন স্কুল খোলা রাখবেন। অন্যদিকে, যেসব এলাকায় জ্বালানি সংকটের প্রভাব নেই সেসব এলাকায় আগের নিয়মে স্কুল কার্যক্রম চালু থাকবে।
এছাড়া, সপ্তাহে যেদিন গুলোতে স্কুল বন্ধ থাকবে সেদিন শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান ও বাড়ির অ্যাসাইনমেন্ট দেয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।
কভিড-১৯ মহামারি, ক্রমবর্ধমান জ্বালানি মূল্য এবং কর কর্তনে বড় ধরনের সংকটে পড়েছে শ্রীলংকার অর্থনীতি। বিদেশি মুদ্রার তীব্র সংকট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে দেশটির ওষুধ, জ্বালানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সংকটেও ভুগছে দেশটি।