April 25, 2024, 7:50 pm

কিউবায় সরকারবিরোধী আরও ৭৪ বিক্ষোভকারীর কারাদণ্ড

যমুনা নিউজ বিডিঃ  গত গ্রীস্মে সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে আরও ৭৪ জনকে ১৮ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে কিউবার একটি আদালত। কর্মকর্তারা বুধবার এ খবর জানান।

হাভানা, সান্টিয়াগো ও মাতানজাসের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ দেশদ্রোহ, জনবিশৃঙ্খলা এবং বিক্ষোভের সাথে সম্পর্কিত অন্যান্য অপরাধের জন্যে ৭৪ জনকে দোষী সাব্যস্ত করে ১০ থেকে ১৮ বছর পর্যন্ত কারাদন্ড দিয়েছে। দুজন খালাস পেয়েছে।

প্রসিকিউটর কার্যালয় থেকে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া এসব বিক্ষোভকারী সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার ওপর আক্রমণ চালিয়েছে।

উল্লেখ্য, কিউবায় গত বছর ১১ ও ১২ জুলাই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়। দেশটিতে ১৯৫৯ সালের বিপ্লবের পর এটিই ছিল সবচেয়ে বড়ো ধরনের বিক্ষোভ।

বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে একজন নিহত এবং অনেকে আহত হয়। আটক করা হয় ১৩শ লোককে।
সর্বশেষ যে ৭৪ জনকে দন্ড দেয়া হয়েছে। এ নিয়ে মোট কারাদন্ড দেয়া হয়েছে ৪৮৮ জনকে।

কিউবা এ বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD