March 28, 2024, 10:49 pm

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার রাশেদ:  বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা ১১টায় সাতমাথা মুজিব মঞ্চে এক আলোচনা সভা করা হয়। সভা শেষে বিশাল একটি আনন্দ র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ডঃ মকবুল হোসেন, টি জামান নিকেতা, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল-রাজী জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালিকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেদ, আতিকুর রহমান দুলু, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অধ্যক্ষ শামসুল আলম জয়, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, ইমরান হোসেন রিবন, অধ্যক্ষ আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল, রফি নেওয়াজ খান রবিন, খাদিজা খাতুন শেফালী, আবু ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, হেফাজত আরা মীরা, আবদুস সালাম, কামরুল মোরশেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, সাবিনা সরকার পিংকি, রাশেদুজ্জামান রাজন, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন। উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন দল প্রতিষ্ঠার পর থেকে, টানা ৭৩ বছর ধরে বাংলাদেশের রাজনীতির অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম, সৃষ্টি, অর্জন ও উন্নয়নের ইতিহাস।বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দল। আওয়ামী লীগের হাত ধরেই রচিত হয়েছে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধের প্রতিটি আন্দোলন সংগ্রাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD