October 11, 2024, 8:50 am
যমুনা নিউজ বিডিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহেদ ফেরদৌস।
সোমবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা পর্ষদ সদস্যরা হাসান শাহেদ ফেরদৌসকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এদিকে গত ১ জুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট কামাল উল আলম।
এর আগে গত বছরের ১৩ জুলাই পি কে হালদার অর্থ কেলেঙ্কারি নিয়ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালনার জন্য ১০ সদস্যর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেন হাইকোর্ট। কামাল উল আলমকে ওই পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ওই পর্ষদের অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন- সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, নুর-ই খোদা আব্দুল মবিন, মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালালুদ্দিন।