April 26, 2024, 7:58 pm

ক্যাম্পাসে ফিরলেন বন্যায় আটকেপড়া ঢাবি শিক্ষার্থীরা

যমুনা নিউজ বিডিঃ  সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় বন্যার পানিতে আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেনা সদস্যদের তত্ত্বাবধানে ক্যাম্পাসে ফিরেছেন।

রোববার (১৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে ৩জন সেনা সদস্যের তত্ত্বাবধানে ২০১৮-১৯ সেশনের ২১ শিক্ষার্থীকে টিএসসিতে পৌঁছে দেওয়া হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সবার সহযোগিতায় অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

এর আগে, শনিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ লাইনস থেকে কপোতাক্ষ অনির্বাণ ট্যুরিজম বোট নামের লঞ্চে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী সিলেট শহরের দিকে রওনা করেন। কিন্তু রাত সাড়ে আটটার দিকে তারা সুনামগঞ্জের দোয়ারাবাজার-সংলগ্ন সুরমা নদীর চরে আটকা পড়েন। গত ১৪ জুন তারা সুনামগঞ্জে ভ্রমণে যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD