June 3, 2023, 8:20 am
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মহাস্থান গড় এলাকার সাকাওয়াত ম্যানশন মার্কেটের পিছনে টিন ঘর থেকে তৃতীয় লিঙ্গের মুকুল (২৮) বাবুর্চির রহস্য জনক মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার পুলিশ ।
জানা যায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের ধাপ শিকটা গ্রামে মৃত: আব্দুস ছাত্তার এর সন্তান বাবুর্চি মুকুল। দীর্ঘ ৫ বছর যাবত তিনি মহাস্থান এলাকার বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতো। মহাস্থান এলাকার সাকাওয়াত ম্যানশন মার্কেটের পিছনে টিনসেট বাড়ী ভাড়া নিয়ে বসবাস করতো। শনিবার বিকাল ৪টার দিকে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লাশের গলায় আঘাতের চিহ্ন দেখে গেছে। শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।