September 30, 2023, 1:43 pm
যমুনা নিউজ বিডিঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৩জুন) ভোর ৫টার দিকে হালদা অস্থায়ী নৌ-পুলিশ পুলিশ ক্যাম্পের এএসআই মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে হালদা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে এএসআই মো. ওমর ফারুক বলেন, হালদা নদীর বিভিন্ন অংশে ভোর থেকে টানা আড়াই ঘন্টা হাটহাজারী অংশের মধুরঘোনা, ছায়ারচর, কচুখাইন ও মোহনা এলাকায় এ অভিযান পরিচালনা করে আটটি কালো ঘেরা জাল জব্দ করা হয়েছে।
প্রত্যেকটি জাল এক হাজার মিটার করে মোট ৮ হাজার মিটার অবৈধ জেরা জাল নদীর চরে পাতানো অবস্থায় জব্দ করা হয়। নদীতে টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।