June 4, 2023, 4:22 pm
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় বিদ্যমান ভবনের আনুভূমিক ও সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক ভেঙ্গে ফেলায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জানা গেছে, শনিবার বিকেল ৫টায় বিদ্যালয় ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা প্রতিদিনের ন্যায় বিদ্যালয় থেকে চলে যায়। পরের দিন রবিবার সকাল ৯টার দিকে এসে দেখেন ফলকটি ভাঙ্গা। বিষয়টি নিয়ে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী গত রবিবার সারিয়াকান্দি থানায় জিডি করেছেন। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক কমিটির সভাপতি গোলাম রববানী টুকু জানান, একটি কুচক্রি মহল শক্রতা করে ফলক ভেঙ্গে ফেলে বিদ্যালয়ের কর্তপক্ষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
উল্লেখ্য, ৩০-১০-১৮ইং তারিখে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের আনুভূমিক ও সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বগুড়া-১ আসেনর তৎকালীন জাতীয় সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান।