March 21, 2023, 8:51 am
স্টাফ রিপোর্টার : বগুড়ার তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলার লটারি বন্ধ হয়েছে। মাসব্যাপী শুরু হওয়া এই মেলার বাকি দিনগুলোতে শুধু মেলা থাকবে। কিন্তু প্রবেশ টিকিটের ওপর যে র্যাফেল ড্র হতো, তা আর থাকবে না। আজ বিকেল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠন মনিপুরী তাঁতি শিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন।
আমির হোসেন বলেন, ‘আমাদের মেলা আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে। তবে প্রবেশ টিকিটের ওপর আমরা যে পুরস্কার দিতাম, সেটা আজ থেকে বন্ধ থাকবে।’
এ বিষয়ে জানতে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকের মোবাইলে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত ৯ জুন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ বলেছিলেন, শনিবারের (১১ জুন) মধ্যে মেলায় লটারী বন্ধ হবে।