May 30, 2023, 5:15 am
নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি অটোভ্যান চালক আফছার আলী (৫৫)।
শনিবার (১১ জুন) সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজ সকাল ১০ টারদিকে ব্যাটারিচালিত ভ্যানটি রণবাঘা বাজারের দিকে আসছিল। রণবাঘা পেট্রোল পাম্পের সামনে এসে মহাসড়কে উঠার সময় বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আফছার আলী ঘটনাস্থলেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভটভটিটি জব্দ করা হয়েছে। ভটভটি চালক পালিয়ে গেছে। এব্যপারে আইন গত ব্যাবস্থা গ্রহণ করা হবে।