October 13, 2024, 12:59 am
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবাড়ী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুন) সকাল ১১টায় খোকশাবাড়ী ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী মহা-ব্যবস্থাপক (বিপণন বিভাগ) প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, উপ মহা ব্যবস্থাপক (সার্ভিস) মো: সেরাজুল ইসলাম সহ আরো অনেকে ।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সিরাজগঞ্জ সদর উপজেলায় খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে-২ বৃক্ষরোপণ করলাম। এই গাছ গুলো এক সময় বড় হয়ে অনেক উপকার দিবে। পরিবেশ ও সৌন্দর্য ধরে রাখতে সবাই ঐক্য হয়ে সকল ভালো কাজে এক সাথে কাজ করে যেতে হবে।