May 17, 2024, 11:56 am

News Headline :
আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন, জনগণের কাছে গ্রহণযোগ্য দল: শেখ হাসিনা ভারতে দ্রুত ছড়াচ্ছে নতুন প্রজাতির অ্যাডিনো ভাইরাস ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য সারিয়াকান্দিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশের ইতিহাসে অনন্য মাইলফলক : রাষ্ট্রপতি ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দেবে বাইডেন প্রশাসন ফিলিস্তিনে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালালো পাকিস্তান

তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

ষ্টাফ রিপোর্টার: টানা কয়েকদিনের দাবদাহে মানুষসহ সব ধরনের প্রাণীর নাভিশ্বাস উঠেছে। বৈশাখের এমন রুদ্র আবহাওয়ায় সব কিছু যেন থমকে গেছে। তবুও জীবিকার টানে গরমকে উপেক্ষা করে মানুষকে কাজ করতে হচ্ছে। বগুড়ার কাহালু উপজেলার দুই গ্রাম আড়োলা-যোগীরভবন। তীব্র গরমেও গ্রাম দুটির মানুষরা তালপাতা দিয়ে হাতপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

এখানকার কারিগররা জানান, গ্রাম দুটিতে কয়েক শ বছর ধরে চলমান আছে এমন রেওয়াজ। বাংলার চৈত্র, বৈশাখ মাস পাখা বিক্রির মূল সময়। মৌসুমে দুই গ্রাম মিলে অন্তত আট কোটি টাকার হাতপাখা বিক্রি করেন।

বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহালুর পাইকড় ইউনিয়নে পাশাপাশি অবস্থিত আড়োলা ও যোগীরভবন গ্রাম দুটি। বছরের ছয়মাস ধরে হাতপাখা তৈরির মৌসুম চলে। শুরু হয় আশ্বিন মাস থেকে। ওই সময় থেকে তারা তালপাতা সংগ্রহ শুরু করেন। এরপর শীত পেরিয়ে যাওয়ার পর যখন মাঠের কাজ শেষ হয় তখন থেকে পাখা তৈরিতে লেগে পড়েন। এভাবে বর্ষার আগে পর্যন্ত চলে তালপাতার পাখা তৈরির কাজ।

আড়োলার উত্তর আতাল পাড়ায় গেলে দেখা মিলে এরশাদ আলী নামে এক যুবকের। বাড়ির সামনের গাছের ছায়ায় তিনি ও তার বাবা-মা কাজ করছিলেন। এরশাদ আলী নিজে কারিগর। একই সঙ্গে তালপাতার পাখার পাইকারি ব্যবসাও করেন। তিনি জানালেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাইকাররা আসে। বিভিন্ন ওরশ, মেলায় এসব পাখা বিক্রি করেন এসব পাইকাররা।

এরশাদ আলী বলেন, প্রতি ঘরে এক মৌসুমে কমপক্ষে দুই লাখ পিস পকেট পাখা তৈরি করা হয়। আর ডাটা পাখা আরও এক-দেড় লাখ পিস করা হয়। টাকার মূল্যে একেকটা ঘরে প্রতি সিজনে অন্তত পাঁচ লাখ টাকা আয় করে। এখানে খরচ অর্ধেক। বাকিটা লাভ।

গ্রামের গোড়াপত্তনের ইতিহাস নিয়ে জানতে চাইলে প্রায় ৯০ বছর বয়সী আব্দুল গফুর বলেন, গল্প আর কি বলব। বাপ-দাদারা বানিয়েছে। আমরাও বানাচ্ছি। আগে একটা পাখা বিক্রি হয়েছে ২ আনা, ৪ আনা। এখন একেকটা পাখা বিক্রি হচ্ছে ৫০ টাকা। চার হাজার টাকা পাইকারি দর।

রফিকুল ইসলাম নামে আরেকজন ঘরের বারান্দায় বসে পাতা কাটছিলেন। তিনি বলেন, এই কাজ ছেলে মেয়ে পরিবারের সবাই করে। ছেলেরা পাতা, বাঁশ কাটে, মেয়েরা রঙ করে থাকে। এসব কাজ আমাদের চৌদ্দপুরুষের। আমার বাপেরা করছে। তার বাপেরা করছে, তার বাপেরা করছে। করতে করতে আমাদের হাতে এসেছে। আগে হয়ত করছে অল্প কয়েকজন। এখন আমরা বড় পরিসরে করি।

মৌসুম থাকায় হাতপাখা তৈরি করে বাড়তি আয় করতে স্বামীসহ বাবার বাড়িতে এসেছেন সাদিয়া নামে এক তরুণী। তার স্বামীর বাড়ি বগুড়া সদরের দাঁড়িয়াল এলাকায়। স্বামী নির্মাণ খাতে কাজ করেন। এ সময় কাজের চাহিদা না থাকায় তিনিও হাতপাখা বানাচ্ছেন বলে জানান। সাদিয়া বলেন, বাবার বাড়িতে এসে হাতপাখা বানাচ্ছি। ঠিক করেছি আগামী বছর থেকে স্বামীর বাড়ি থেকে পাখা বানিয়ে বাবার বাড়িতে পাঠাব। এখানে হাতপাখায় লাভ দেখে এই পরিকল্পনা করেছেন তারা।

কারিগররা জানান, এই এলাকায় মোট পাঁচ ধরনের পাখা তৈরি হয়। ডাট পাখা, ঘুরকি, পাটি, পকেট ও আমান পাখা। আড়োলা গ্রামে অন্তত ৫০০ ঘর আছে। যার ১০০ ঘর ডাট পাখা বানায়। ১০০ ঘর ঘুরকি পাটি, ২০ ঘর পাটি ও ১৫০ ঘর পকেট পাখা বানায়। এর মধ্যে অনেক পরিবার আছে যারা একাধিক আইটেম তৈরি করেন। প্রায় একই রকম পরিবার আছে যোগীর ভবন গ্রামে।

এখনকার বাজারে একশ পিস ডাট পাখা বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়। ঘুরকি ২৫০০, পাটি ৪ হাজার, পকেট ১২০০-১৪০০ ও আমান পাখা ৫ হাজার টাকা।

কাহালুর পাখার গ্রামে ব্যবসার জন্য সিরাজগঞ্জের হাটপাঙ্গাসী এলাকা থেকে দুই বছর ধরে আসছেন আজিজার শেখ। তিনি বলেন, যারা ব্যবসা করে তাদের কাছে এই মোকামের খবর পেয়ে এখান থেকে পাখা নেওয়া শুরু করি। হাতপাখা, পকেট পাখা, ডাট পাখা নিই। তালের ডাট পাখা বেশি চলে। পকেট পাখা তুলনামূলক কম চলে।

আড়োলা ও যোগীরভবন গ্রাম দুটি মিলে বছরে প্রায় আট কোটি টাকার পাখা তৈরি হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য ও পাখার কারিগর হায়দার আলী। তিনি বলেন, আড়োলা ও যোগীরভবন এই দুই গ্রামে প্রায় এক হাজার ঘর রয়েছে। যারা হাত পাখা বানানোর কাজে জড়িত। এই আয় দিয়ে তারা সংসার চালায়। আমরা সরকারের কাছে ঋণ পেলে একটু ভালোভাবে চলতে পারব।

বগুড়া জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, কাহালু উপজেলার আড়োলা ও যোগীরভবন গ্রামে প্রায় এক হাজার পরিবার তালপাতা দিয়ে হাতপাখা তৈরি করে। যেখানে অন্তত ৪ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। এটা একটা কুটির শিল্প। এখন যে গরম এ সময় হাতপাখার চাহিদা অনেক। তাদের মূলধনের প্রয়োজন হলে আমাদের সরকারি সহায়তা নিয়ে তাদের পাশে আছি। এর আগেও আমরা সেখানে ঋণ দিয়েছি। এ ছাড়া আমাদের নীতিমালার মধ্যে থেকে যতটুকু করা সম্ভব করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD