May 6, 2024, 3:59 am

News Headline :
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে ২ জন নিহত ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যায় ৬৬ জনের প্রাণহানি, বাস্তুচ্যুত ৭০ হাজার জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল লিড বাংলাদেশের আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় করতোয়া সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর ১৭ মে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই – প্রধানমন্ত্রী

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ২০

যমুনা নিউজ বিডি: ইদলিবের একটি এলাকার দু’টি সামরিক ঘাঁটি বিমান হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী।

জানা গেছে, ওই ঘাঁটি থেকে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের লক্ষ্য করে গোলা ছোড়া হচ্ছিলো। এই হামলায় ২০ জনের বেশি বিদ্রোহী প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার এক কমান্ডার। আর বিদ্রোহীদের ছোড়া গুলিতে এক সিরিয়ান সেনারও প্রাণ গেছে।
রেয়ার এডমিরাল ভাদিম কুলিত জানিয়েছেন, ওই দুইটি ঘাঁটি থেকে সিরিয়ান সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিলো।

এদিকে রাশিয়ার ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন, এরইমধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী কয়েকটি যুদ্ধবিমান একাধিকবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে যে গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তারা সরাসরি আমেরিকা ঘনিষ্ঠ কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

তবে সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে ইদলিবের যে কুর্দি বিদ্রোহীরা লড়াই করে আসছে। তাদের দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সরাসরি অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার অভিযোগও আছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

সূত্র: আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD