May 12, 2024, 8:00 am

News Headline :
ব্যতিক্রমী ও সুস্বাদু ডিমের মালাই পোলাও শিক্ষার্থী ১৫ জন, ১৮ শিক্ষক-কর্মচারীর বেতন ৩৩২৯৭০ টাকা তিন দিন বন্ধ থাকবে আগরতলা-আখাউড়া-কলকাতা বাস সার্ভিস মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে আওয়ামী লীগের শক্তির উৎস বাংলাদেশের জনগণ: ওবায়দুল কাদের অবৈধ মজুতে ডিম-মুরগির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা দীর্ঘ ৯ বছর পর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত নতুন অর্থবছরে সব ধরনের কর হিসাব হবে স্বনির্ধারণী পদ্ধতিতে কিডনি ঠিক আছে মিল্টন সমাদ্দারের কেয়ার হোম থেকে উদ্ধার সেলিমের

অলিম্পিকে খেলবেন মেসি

যমুনা নিউজ বিডি: অলিম্পিকে যাবেন মেসি? সাক্ষাতের পর যা বললেন কোচ মাশ্চেরানো হ্যাভিয়ের মাশ্চেরানো এবং লিওনেল মেসি। দুজন মিলে ফুটবল জীবনের চড়াই-উৎরাই খুব কাছ থেকেই দেখেছেন। বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছেন, একের পর এক সাফল্য পেয়েছেন। আবার আর্জেন্টিনার হয়ে টানা তিন ফাইনাল হারার যন্ত্রণা সয়েছেন। মেসিকে অত কাছ থেকে দেখার সুযোগ কজনেরই বা ছিল। মাশ্চেরানো তাই আরও কোটি কোটি ভক্তের মতোই মেসিতে অনুরক্ত।

মাশ্চেরানো এখন ফুটবল ছেড়ে কোচিংয়ে মনোযোগী হয়েছেন। কদিন আগেই ব্রাজিলকে হারিয়ে তার দল নিশ্চিত করেছে অলিম্পিকের টিকিট। আগেই জানিয়েছিলেন, অলিম্পিকে জায়গা নিশ্চিত করলে লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়াকে নিজের দলে চান তিনি। অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল হলেও তিন সিনিয়র খেলোয়াড় নেওয়া সম্ভব।

মাশ্চেরানো নিজে সুযোগ নিয়ে উড়াল দিয়েছেন মেসির কাছে। আনুষ্ঠানিকভাবে দিলেন অলিম্পিকে খেলার প্রস্তাব।

জবাবে মেসি যা উত্তর দিলেন, তাতে খানিক আশাবাদী হতে পারেন আর্জেন্টিনার ভক্তরা। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে মাশ্চেরানো জানান, ‘আমি লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করেছে। অলিম্পিকের আগে এখনো অনেকটা সময় বাকি।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD