December 2, 2023, 12:07 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ১৩৪ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসান(৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার বগুড়া- ঢাকা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ রংপুরের রাধাবল্লভ এলাকার আলেক শেখের ছেলে।
র্যাব- ১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ীর ঢাকা-বগুড়া মহাসড়কের উপর অস্থায়ী চেক পোস্ট বসানো হয়। এসময় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১৩৪ বোতল ফেন্সিডিলসহ জাহিদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।