April 27, 2024, 10:51 am

সৈয়দপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ছয়টি জটিল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্যান্সার,কিডনি,লিভারসিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির ২০২৩-২০২৪ইং অর্থবছরের প্রথম কিস্তির ওই চেক হস্তান্তর করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.আজমল হোসেন সুবিধাভোগীদের হাতে ওই চেক তুলে দেন।

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, ইউনিয়ন সমাজকর্মী মো. টুটুল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে, উপজেলার ১৭ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তায় প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD