October 13, 2024, 12:56 pm
যমুনা নিউজ বিডি: দশম বিপিএলে প্রথম দল হিসেবে দুই শতাধিক রানের সংগ্রহের দিনে জয় পেল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটার রেজা হেনড্রিক্স ও কিউই ব্যাটার জেমস নিশাম। দুই বিদেশি তারকার জোড়া ফিফটির কল্যানে চলতি আসরে প্রথম কোনো দল হিসেবে দুইশো ছাড়ানো সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। জবাবে বেশিদূর এগোতে পারেনি চট্টগ্রাম চ্যালঞ্জার্স। ৫৩ রানের জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল রংপুর।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালঞ্জোর্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো।