October 11, 2024, 9:54 am
যমুনা নিউজ বিডি: পবিত্র শব-ই-মিরাজ উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শব-ই-মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা করা হয়েছে। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। পবিত্র শব-ই-মিরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জামেআ মোহাম্মদিয়া আরাবিয়্যাহ মাদ্রাসার মুহতামিম মুফতি খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।