October 11, 2024, 9:54 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

শব-ই-মিরাজ উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

যমুনা নিউজ বিডি: পবিত্র শব-ই-মিরাজ উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শব-ই-মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা করা হয়েছে। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। পবিত্র শব-ই-মিরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জামেআ মোহাম্মদিয়া আরাবিয়্যাহ মাদ্রাসার মুহতামিম মুফতি খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD