April 29, 2024, 11:32 am

News Headline :
২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা বগুড়ায় পেশা পরিবর্তন করে শরবত বিক্রিতে ঝুঁকছেন অনেকে বগুড়ায় সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো রেসকিউ আওয়ার পিপল এভার (রোপ) জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন বগুড়া শহরে প্রচন্ড বিস্ফোরণে উড়ে গেছে এক বাড়ি, আহত তিন শিশু চলনবিলে চলছে আগাম জাতের ধান কাটা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মূল সড়কে বন্ধ হচ্ছে মোটরসাইকেল: বিআরটিএ চেয়ারম্যান পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে সিটি কর্পোরেশন ও পৌর মেয়রদের নির্দেশ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত চায় জাতীয় মানবাধিকার কমিশন

৫ দিন পর্যটকরা যেতে পারবেন না সাজেকে

যমুনা নিউজ বিডি: আগামী ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের সব রিসোর্ট-কটেজ। ‘অনিবার্য’ কারণ দেখিয়ে কটেজ বন্ধ রাখার ঘোষণা করেছে সাজেক কটেজ মালিক সমিতি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ২০-২২ ডিসেম্বর রাষ্ট্রপতি সাজেকে তিনদিনের অবকাশ যাপন করবেন। এ সময় নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। ফলে ওই সময়ের মধ্যে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে যারা ওই সময়ের জন্য রিসোর্ট-কটেজের জন্য বুকিং দিয়েছিলেন তাদের বুকিং বাতিল অথবা তারিখ পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি সূত্র জানায়, সাজেকে প্রায় দুই শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। আগামী ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যারা ওই সময়ের জন্য কটেজ-রিসোর্টের জন্য বুকিং দিয়েছিলেন তাদের বুকিং বাতিল অথবা তারিখ পরিবর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD