March 25, 2023, 6:13 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী রংপুর- ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ আব্দুল মালেক(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আব্দুল মালেক পঞ্চগড় জেলার বোদা উপজেলার ভক্তেরবাড়ী এলাকার মৃত কবির উদ্দীনের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানীর কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবা, টাকা ও মোবাইলসহ আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর হয়েছে।